নজরে ২০ জুলাই, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ২০ জুলাই (১৯৬৯) মানুষ প্রথম চাঁদে পা রাখে। নীল আর্মস্ট্রং ও এডুউইন অল্ড্রিন প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন। ১৯৫০ সালে আজকের দিনেই নাসিরুদ্দিন শাহ -র জন্ম হয়। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা তিনি। ১৯০২ সালে আজকের দিনে সুনির্মল বসু -র জন্ম হয়। বাঙালি শিশুসাহিত্যিক ও কবি ছিলেন তিনি। ১৯৭২ সালে আজকের দিনে গীতা দত্ত -র মৃত্যু হয়। একজন বাঙালি সঙ্গীতশিল্পী ছিলেন তিনি। ২০ জুলাই ১৯২০ সালে মা সারদা -র মৃত্যু হয়। শ্রী রামকৃষ্ণ দেবের পত্নী ছিলেন তিনি।
 

/ Updated: Jul 20 2021, 10:32 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ২০ জুলাই (১৯৬৯) মানুষ প্রথম চাঁদে পা রাখে। নীল আর্মস্ট্রং ও এডুউইন অল্ড্রিন প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন। ১৯৫০ সালে আজকের দিনেই নাসিরুদ্দিন শাহ -র জন্ম হয়। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা তিনি। ১৯০২ সালে আজকের দিনে সুনির্মল বসু -র জন্ম হয়। বাঙালি শিশুসাহিত্যিক ও কবি ছিলেন তিনি। ১৯৭২ সালে আজকের দিনে গীতা দত্ত -র মৃত্যু হয়। একজন বাঙালি সঙ্গীতশিল্পী ছিলেন তিনি। ২০ জুলাই ১৯২০ সালে মা সারদা -র মৃত্যু হয়। শ্রী রামকৃষ্ণ দেবের পত্নী ছিলেন তিনি।