নজরে ৩ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা
- ১৯১৫, এই দিনেই ব্রিটিশ সরকারের থেকে কবিগুরু ‘নাইট’ উপাধি পান
- ৩ জুন দিনটি বিশ্ব সাইকেল দিবস হিসাবে পালিত হয়
- ৩ জুন (১৯৬১) কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়
- ৩ জুন (১৯১৯) ছায়া দেবী জন্মগ্রহণ করেন
প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯১৫, এই দিনেই ব্রিটিশ সরকারের থেকে কবিগুরু ‘নাইট’ উপাধি পান। পরে তিনি উপাধি ত্যাগ করেন। ৩ জুন দিনটি বিশ্ব সাইকেল দিবস হিসাবে পালিত হয়। ২০১৮ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে। ৩ জুন (১৯৬১) কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী ছিলেন তিনি। ৩ জুন (১৯১৯) ছায়া দেবী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী।