Asianet News BanglaAsianet News Bangla

কালিয়াপাট্টুর জীবন্ত কিংবদন্তি ৭৯ বছরের পদ্মশ্রী মীণাক্ষি আম্মা, তাঁর ডেরায় বজ্র জয়ন্তী যাত্রা

কালিয়াপাট্টু-র কিংবদন্তি প্রশিক্ষক মীণাক্ষি আম্মার কাছে বজ্র জয়ন্তী যাত্রা | কোজিকোড় জেলার ভাড়াকাড়ায় মীণাক্ষি আম্মার কালিয়ারিতে টিম বজ্র জয়ন্তী যাত্রা| 

Jun 22, 2022, 2:23 PM IST

কালিয়াপাট্টু-র কিংবদন্তি প্রশিক্ষক মীণাক্ষি আম্মার কাছে বজ্র জয়ন্তী যাত্রা, কোজিকোড় জেলার ভাড়াকাড়ায় মীণাক্ষি আম্মার কালিয়ারিতে টিম বজ্র জয়ন্তী যাত্রা | কালিয়াপাট্টু কেরলের এক ঐতিহ্যশালী মার্শাল আর্ট, যার ইতিহাস কয়েক শ বছরের  | কালিয়াপাট্টু-তে অসামান্য অবদানে পদ্মশ্রীও পেয়েছেন মীণাক্ষি আম্মা | কালিয়াপাট্টুর ইতিহাস নিয়ে অনেক অজানা তথ্য লাভ টিম বজ্র জয়ন্তী যাত্রার  | কীভাবে কালিয়াপাট্টু করা হয় তার নমুনা বজ্র জয়ন্তী যাত্রার সামনে তুলে ধরা হয় |