তুষার পাতের মাঝেই লোরি উৎসবে মাতলেন ভারতীয় সেনারা

  • পাঞ্জাবিদের এক বিশেষ উৎসব লোরি
  • ১৩ জানুয়ারি দেশ জুড়ে পালিত হয়েছে এই উৎসব
  • সেই উৎসবেই মাততে দেখা গেল ভারতীয় সেনাদের

Share this Video

দেশ রক্ষায় নিয়জিত তাঁদের প্রাণ। দেশের কাজে তাই অধিকাংশ সময়েই পরিবারের থেকে আলাদা থাকতে হয় ভারতীয় সেনাদের। আর সেই ভারতীয় সেনাদেরই এবার দেখা গেল লোরি উৎসবে মাততে। পাঞ্জাবিদের এক বিশেষ উৎসব এই লোরি। ১৩ জানুয়ারি দেশ জুড়ে পালিত হয়েছে এই উৎসব। সেই উৎসবেই মাততে দেখা গেল তাঁদের। শীতের দেশে ওপর থেকে ঝড়ে পড়ছে বরফ। আর তার মাঝেই নাচ-গান চলছে তাঁদের। 

Related Video