বিএসএফের নজর এড়িয়ে ফের ভারতে অনুপ্রবেশ‌, আটক ছয় বাংলাদেশী

বসিরহাটের স্বরূপনগর থানার  বিথারি সীমান্তে বিএসএফের নজরে এড়িয়ে ভারতে অনুপ্রবেশ‌ ,আটক করা হয় ছয় বাংলাদেশীকে 

Share this Video

বসিরহাটের বিথারি এলাকায়‌‌ সন্দেহজনকভাবে ছয় জন ঘোরাঘুরি করছিল | সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষীর সন্দেহ হয় | তাদের জিজ্ঞাসাবাদ করতে তারা জানান ,বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে | কোন বৈধ কাগজপত্র না থাকায় ছয় জনকে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয় | গত তিন দিনে মোট ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী

Related Video