হিমাচল মেতেছে কুলু দশেরায়, দেখুন সেই ভিডিও

উৎসবের মেজাজ এখন হিমাচল প্রদেশের  কুলুতে। এখানে  শুরু হয়েছে কুলু দশেরা, যা চলবে ৭দিন ধরে। এই উপলক্ষ্যে ভগবান রঘুনাথকে রথে চড়িয়ে  সুলতানপুর থেকে ঢোলপুরে নিয়ে যাওয়া হয়। এই যাত্রা দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষ।  অংশ নেন রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। উৎসব শেষ হবে আগামী ১৪ অক্টোবর। 
 

Share this Video

উৎসবের মেজাজ এখন হিমাচল প্রদেশের কুলুতে। এখানে শুরু হয়েছে কুলু দশেরা, যা চলবে ৭দিন ধরে। এই উপলক্ষ্যে ভগবান রঘুনাথকে রথে চড়িয়ে সুলতানপুর থেকে ঢোলপুরে নিয়ে যাওয়া হয়। এই যাত্রা দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষ। অংশ নেন রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। উৎসব শেষ হবে আগামী ১৪ অক্টোবর। 

Related Video