১৭ তম লোকসভার ৩ বছর পূর্তি- মুখোমুখি অধ্যক্ষ ওম বিড়লা

৩ বছর পূর্তি করছে ১৭ তম লোকসভা, মুখোমুখি সাক্ষাৎকার| মুখোমুখি সাক্ষাৎকারে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা |এশিয়ানেট নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন অনেক কথা

/ Updated: Jun 21 2022, 03:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এশিয়ানেট নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন অনেক কথা 'লোকসভা অধিবেশনে সাংসদদের উপস্থিতি বাড়ানোতে নজর' |  'খুব বেশি সংখ্যক সাংসদ যাতে প্রশ্ন এবং বিতর্কে অংশ নেয় তাতে নজর', 'কীভাবে সংসদের সম্মান অধিবেশনে বজায় থাকবে তাতে নজর দেওয়া হয়েছে' | 'ভারতের সংসদ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের পরিচায়ক, এর সম্মান রক্ষা জরুরু''সংসদের সম্মান ও আস্থাশীল ভাবমূর্তি তুলে ধরতে নজর দেওয়া হয়েছে' | 'সংসদ অধিবেশনে মতামতের বিভেদ কাম্য, কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়''এর মাঝেও বেশকিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে,তাতে পদক্ষেপও হয়েছে' | 'মহিলা সাংসদদের সংখ্যা বাড়াতে আরও জোর দিতে হবে ' , 'মহিলা সাংসদরা যাতে লোকসভায় বেশি করে মুখ খুলতে পারে তাতে জোর' | 'মধ্যরাত পর্যন্ত অধিবেশন চলেছে লোকসভায়, এটি অসামান্য একটা ব্যাপার''মধ্যরাত পর্যন্ত অধিবেশন চালানো হয়েছে সব সাংসদদের সমর্থনের জন্য' | 'যে সব বিল লোকসভায় পেশ হচ্ছে তাতে বেশি করে আলোচনা দরকার' , 'কিন্তু, কিছু সাংসদের জন্য আলোচনা করা যাচ্ছে না, ফলে আটকে যাচ্ছে বিল' | 'কোনও আইনি বিষয়কে যাতে দ্রুত নিস্পত্তি করা যায় তাই বিলে অনুমোদন দরকার' | 'বিল পেশ করা গেলেও আলোচনা করা যাচ্ছে না, কারণ কিছু সাংসদের বিরোধিতা''কৃষি বিল আনা হয়েছিল ভালো কিছুর কথা চিন্তা করে-ই'