চিতার দরজা খুলে, চিতা মিত্রদের সঙ্গে আড্ডায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
৮টি চিতাকে ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের কুনুরের জঙ্গলে ছাড়া হল , এদিন প্রধানমন্ত্রী মোদী খাঁচার দরজা খুলে তাকে অভয়ানণ্যের চৌহদ্দির মধ্যে ছেড়ে দেন, তারপর চিতা মিত্রদের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
৮টি চিতাকে মধ্যপ্রদেশের কুনুরের জঙ্গলে ছাড়া হল | চিতাগুলির আদি নিবাস আফ্রিকায় | নাম্বিবিয়ার সরকারের সাহায্যে এই চিতাগুলিকে ভারতে আনা হয়েছে | প্রধানমন্ত্রী মোদী খাঁচার দরজা খুলে তাকে অভয়ানণ্যের চৌহদ্দির মধ্যে ছেড়ে দেন | এরপর মোদী ক্যামেরার সাহায্যে চিতার ছবি ও তোলেন | এরপর চিতা মিত্রদের সঙ্গে আড্ডা দিতে বসেন মোদী | আড্ডায় তিনি পুরানো দিনের অভিজ্ঞতার কথা শোনান | এরপর তিনি চিতা মিত্রদের চিতার বিভিন্ন ছবি তুলতে বললেন | এছাড়াও তিনি তাদের সাবধান করলেন কোয়ারেন্টাইনের সময় কাউকে ঢুকতে না দিতে