চিতার দরজা খুলে, চিতা মিত্রদের সঙ্গে আড্ডায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

৮টি চিতাকে ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের কুনুরের জঙ্গলে ছাড়া হল , এদিন প্রধানমন্ত্রী মোদী খাঁচার দরজা খুলে তাকে অভয়ানণ্যের চৌহদ্দির মধ্যে ছেড়ে দেন, তারপর চিতা মিত্রদের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
 

Share this Video

৮টি চিতাকে মধ্যপ্রদেশের কুনুরের জঙ্গলে ছাড়া হল | চিতাগুলির আদি নিবাস আফ্রিকায় | নাম্বিবিয়ার সরকারের সাহায্যে এই চিতাগুলিকে ভারতে আনা হয়েছে | প্রধানমন্ত্রী মোদী খাঁচার দরজা খুলে তাকে অভয়ানণ্যের চৌহদ্দির মধ্যে ছেড়ে দেন | এরপর মোদী ক্যামেরার সাহায্যে চিতার ছবি ও তোলেন | এরপর চিতা মিত্রদের সঙ্গে আড্ডা দিতে বসেন মোদী | আড্ডায় তিনি পুরানো দিনের অভিজ্ঞতার কথা শোনান | এরপর তিনি চিতা মিত্রদের চিতার বিভিন্ন ছবি তুলতে বললেন | এছাড়াও তিনি তাদের সাবধান করলেন কোয়ারেন্টাইনের সময় কাউকে ঢুকতে না দিতে 

Related Video