মার্কিন সফর সেরেই সোজা সংসদভবনের নির্মাণস্থলে পৌঁছে গেলেন মোদী
জোর কদমে চলছে নতুন সংসদভবনের কাজ (Parliament building)। তিন দিনের মার্কিন সফর সেরেই নির্মাণস্থলে পৌঁছে গেলেন মোদী (Narendra Modi)। সেখানে গিয়ে নির্মাণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। রবিবার রাতের বেলাতেই তিনি চলে যান নিউ দিল্লির নতুন সংসদভবন (New Parliament building)। গোটা এলাকা পরিদর্শন করে নির্মাণ কাজ ক্ষতিয়ে দেখেন তিনি। সেখানে তিনি কথাও বলেন নির্মাণকর্মীদের সঙ্গে।
জোর কদমে চলছে নতুন সংসদভবনের কাজ (Parliament building)। তিন দিনের মার্কিন সফর সেরেই নির্মাণস্থলে পৌঁছে গেলেন মোদী (Narendra Modi)। সেখানে গিয়ে নির্মাণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। রবিবার রাতের বেলাতেই তিনি চলে যান নিউ দিল্লির নতুন সংসদভবন (New Parliament building)। গোটা এলাকা পরিদর্শন করে নির্মাণ কাজ ক্ষতিয়ে দেখেন তিনি। সেখানে তিনি কথাও বলেন নির্মাণকর্মীদের সঙ্গে।