Asianet News BanglaAsianet News Bangla

প্রশিক্ষণ শিবিরে নাস্তানাবুদ পুলিশকর্তা, কাঁদানে গ্যাসেই হলেন চোখের জল নাকের জলে


অনেক সময়ই মিছিল , মিটিং, বিক্ষোভ ঘিরে তৈরি হওয়া অশান্তি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে। অপ্রীতিকর অবস্থা বাগে আনতে এটি মোক্ষম অস্ত্র পুলিশ-প্রশাসনের কাছে। আর সেই কাঁদানে গ্যাস ছুড়তে গিয়েই নাকাল হলেন এক পুলিশকর্মী।

Oct 23, 2019, 2:10 PM IST

অনেক সময়ই মিছিল , মিটিং, বিক্ষোভ ঘিরে তৈরি হওয়া অশান্তি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে। অপ্রীতিকর অবস্থা বাগে আনতে এটি মোক্ষম অস্ত্র পুলিশ-প্রশাসনের কাছে। আর সেই কাঁদানে গ্যাস ছুড়তে গিয়েই নাকাল হলেন এক পুলিশকর্মী। ঘটনা উত্তরপ্রদেশের বালিয়ায়। সেখানে ১০০ জন পুলিশকর্মীকে নিয়ে চলছিল প্রশিক্ষণ। ড্রিল চলার সময় এক পুলিশ আধিকারিক বিক্ষোভের সময় কীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হয় তারই প্রশিক্ষণ দিচ্ছিলেন। বন্দুক নিয়ে দেখাচ্ছিলেন কাঁদানে গ্যাস ছোড়ার পদ্ধতি। কিন্তু কিছুতেই চালানো গেল না গুলি।  অনেক চেষ্টা করে ব্যর্থ হলেন পুলিশ আধিকারিকরা। গুলিতে আর্দ্রতা জমে যাওয়াতেই এই বিপত্তি বলে পরে জানান পুলিশকর্তারা। ভাগ্যিস প্রশিক্ষণের সময় ঘটেছিল এমন ঘটনা!