বন্যা থেকে রেহাই পেলেন না ইয়ালামাদেবী, ভাসল কর্ণাটকের মন্দির

বৃষ্টি আর বন্যা থেকে যেন রেহাই পাচ্ছে না কর্ণাটক। বেলগাম জেলায় প্রচণ্ড বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিত, আর তাতেই ভাসল এখানকার সবদত্তি  ইয়ালামা মন্দির।

/ Updated: Oct 23 2019, 07:20 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃষ্টি আর বন্যা থেকে যেন রেহাই পাচ্ছে না কর্ণাটক। বেলগাম জেলায় প্রচণ্ড বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিত, আর তাতেই ভাসল এখানকার সবদত্তি  ইয়ালামা মন্দির। জলে থইথই করছে মন্দির চত্বর। মনে হচ্ছে কোনও খরস্রোতা নদী যেন বয়ে যাচ্ছে। সবদত্তি পর্বতের শিখরে। বেলেগাম শহর থেকে যার দূরত্ব ৭০ কিলোমিটার।  প্রাচীনকালে তৈরি হয়েছিল এই মন্দির। এখানে পুজো হয় রেবুকা ইয়ালামাদেবীর। জাগ্রত এই দেবীর কাছে প্রতিদিনই প্রচুর ভক্তসমাগম হয়।