অমরনাথ যাত্রায় মৃতদের আত্মার প্রতি শান্তিকামনায় যজ্ঞ করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে

অমরনাথ যাত্রায় মৃতদের আত্মার প্রতি শান্তিকামনা করে তাদের আত্মার শান্তির জন্য এদিন যজ্ঞ  করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে

/ Updated: Jul 09 2022, 09:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অমরনাথ যাত্রায় মৃতদের আত্মার প্রতি শান্তিকামনা করে তাদের আত্মার শান্তির জন্য এদিন যজ্ঞ  করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে |রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সম্পূর্ণ সমর্থনের কথা জানান মুখ্যমন্ত্রী গোলে | প্রসঙ্গত শনিবারই দ্রৌপদী মুর্মুর সিকিম যাত্রায় যাওয়ার কথা ছিল, কিন্তু জাপানের প্রাক্তণ প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর কারণে তার ওই সফর পিছানো হয়েছে | আগামী ১১ জুলাই সিকিম সফরে যাবেন দ্রৌপদী মুর্মু |  প্রেম সিং গোলে বলেন, "  আমরা এনডিএ জোটসঙ্গী। সেজন্য দ্রৌপদী মুর্মুকে পূর্ণ সমর্থন করব।"