জন্মদিনে বাধা, অধ্যক্ষকে মারধর ছাত্রের, দেখুন সেই ভিডিও

 
  • কলেজ চত্বরে জন্মদিনে বাধা
  • অধ্যক্ষের উপর হামলা ছাত্রের
  • দয়ানন্দ কলেজে তুলকালাম
  • রাজস্থানের আজমের শহরের ঘটনা
     

Share this Video

কলজে সংসদের সভাপতির জন্মদিন বলে কথা। তাই দয়ানন্দ কলেজের মাঠে জড়ো হয়েছিল পড়ুয়ার দল। চলছিল কেক কাটার পর্ব। আর তখনি সেখানে এসে উপস্থিত হলেন অধ্যক্ষ ডঃ লক্ষ্মীকান্ত। আর তাতেই কাটল তাল। অধ্যক্ষ জানিয়ে দিলেন, কলেজ চত্বরে জন্মদিন পালনের নিয়ম নেই। কিন্তু দমবার পাত্র নন ছাত্র সীতারাম চৌধুরীও। এই থেকেই বেধে যায় দুই পক্ষের ধুন্ধুমার। ঘটনাটি রাজস্থানের আজমের শহরের। শেষপর্যন্ত অধ্যক্ষের দিকে কেক ছুড়ে মারে সীতারাম, হামলাও চালায়। ইতিমধ্যে সীতারামের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষ ডঃ লক্ষ্মীকা। অন্যদিকে পাল্টা হামলার অভিযোগে ডঃ লক্ষ্মীকান্তের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে সীতারামও।

Related Video