কৃষি আইন প্রত্যাহার নিয়ে কী বললেন মোদী, দেখে নিন

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিলের সিদ্ধান্তের কথা জানাতেই দেশজুড়ে অভিনন্দনের বান ডাকে। 

/ Updated: Nov 19 2021, 10:53 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিলের সিদ্ধান্তের কথা জানাতেই দেশজুড়ে অভিনন্দনের বান ডাকে। কংগ্রেসের রাহুল গান্ধী, এএপি নেতা সঞ্জয় সিং, আরজেডি নেতা মনোজ সিনহা এবং আরও অনেক বিরোধী নেতা কেন্দ্রের সমালোচনা করেন ও কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে গণতন্ত্র এবং কিষাণ আন্দোলনের জয় বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর তিনটি কৃষি আইন বাতিল করার ঘোষণার পর গাজীপুর সীমান্তে কৃষকরা একে অপরকে জিলিপি খাইয়ে উদযাপনে মাতেন। কৃষক নেতা রাকেশ টিকাইত পরিষ্কার জানিয়ে দেন, কেন্দ্রের সিদ্ধান্ত কৃষকদের বড় জয়, তবে এখনই আন্দোলন প্রত্যাহার করা হবে না। কেন্দ্রের সমালোচনা করেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও। তিনি বলেন তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত আসন্ন নির্বাচনের ভয়ে নেওয়া হয়েছে। কৃষকদের জন্য সহানুভূতি থেকে এই সিদ্ধান্ত আসেনি। টুইট করে চিদাম্বরম বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করে যা অর্জন করা যায় না আসন্ন নির্বাচনের ভয়ে তা অর্জন করা যায়। সারাদেশের কৃষকদের শুভেচ্ছা জানানোর সময় কেন্দ্রের বিজেপি সরকারকে জোর নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Read more Articles on