প্রবল বৃষ্টিতে ভাসছে তেলেঙ্গানা, হায়দরাবাদে জারি কমলা সতর্কতা

একটানা প্রবল বৃষ্টিতে ভাসছে তেলেঙ্গানা। বৃহস্পতিবার বৃষ্টির জেরে সেখানে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তেলেঙ্গানার নির্মল শহরে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বলা জানা গিয়েছে। হায়দরাবাদে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আইএমডি -র রিপোর্ট অনুযায়ী হায়দরাবাদে জারি হয়েছে কমলা সতর্কতা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। জিএইচএমসির এনফোর্সমেন্ট, ভিজিলেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইভিডিএম) শাখার পরিচালক জানিয়েছেন যেকোনও সাহায্যের জন্য 040-29555500-এ ফোন করলেই তাঁরা পৌঁছে যাবে।
 

Share this Video

একটানা প্রবল বৃষ্টিতে ভাসছে তেলেঙ্গানা। বৃহস্পতিবার বৃষ্টির জেরে সেখানে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তেলেঙ্গানার নির্মল শহরে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বলা জানা গিয়েছে। হায়দরাবাদে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আইএমডি -র রিপোর্ট অনুযায়ী হায়দরাবাদে জারি হয়েছে কমলা সতর্কতা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। জিএইচএমসির এনফোর্সমেন্ট, ভিজিলেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইভিডিএম) শাখার পরিচালক জানিয়েছেন যেকোনও সাহায্যের জন্য 040-29555500-এ ফোন করলেই তাঁরা পৌঁছে যাবে।

Related Video