উত্তরপ্রদেশ নির্বাচনের শেষ দফা ভোট, দেখে নিন ভিডিও
সপ্তম অর্থাৎ শেষ দফা ভোট উত্তরপ্রদেশে। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ, শেষ হবে সন্ধ্যা ৬টায়। আজমগড়ের সাগড়ী বিধানসভায় ইভিএম মেশিন খারাপ। খবর পেয়ে মেশিন সারাইয়ের প্রক্রিয়া শুরু হয়। সেখানে তবে কোথাও কোনও বিশৃঙ্খলার খবর নেই।
সোমবার সপ্তম অর্থাৎ শেষ দফা ভোট উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ, শেষ হবে সন্ধ্যা ৬টায়। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু হয় ভোট। উত্তরপ্রদেশ সহ মোট পাঁচটি রাজ্যে ভোট হচ্ছে। যা শেষ হচ্ছে ৭ তারিখ। উত্তরপ্রদেশে একমাত্র সাত দফায় ভোট হয়েছে। দেশের মানুষ এখন তাকিয়ে রয়েছে উত্তরপ্রদেশ ভোটের দিকে। প্রায় ১ মাস ধরে চলল ভোট। ভোটের শেষ দিনে আজমগড়ের সাগড়ী বিধানসভায় ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর সামনে আসে। খবর পেয়ে মেশিন সারাইয়ের প্রক্রিয়া শুরু হয়। জানান হয় খুব শীঘ্রই মেশিন সারাই শেষ হলেই পুনরায় ভোট গ্রহণ শুরু হবে সেখানে। সেখানে তবে ভোট নিয়ে কোথাও কোনও বিশৃঙ্খলার খবর নেই। বারাণসীতে ভোট হচ্ছে। বারাণসীর (Varanasi) ভোটের দিকে নজর রয়েছে সকলের। বারাণসী দক্ষিণের পর্যটন মন্ত্রী নীলকান্ত তিওয়ারি এদিন ভোট দিয়েছেন।