জেলাশাসকের চশমা কাড়ল বাঁদর, ম্যাঙ্গো জুসে মাল এল ফেরত

মথুরার জেলাশাসক নবনীত চাহাল, মোবাইল ফোনে কথা বলার সময় চশমা নিয়ে চলে যায় এক বাঁদর 

/ Updated: Aug 22 2022, 08:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মোবাইল ফোনে কথা বলছিলেন মথুরার জেলা শাসক | মথুরার জেলাশাসক নবনীত চাহাল,  সেই সময় চশমা চুরি | এক বাঁদর নবনীতের চশমা নিয়ে চলে যায় | মথুরার বাঁকে বিহারী মন্দিরের সামনে এই ঘটনায় ভীড় জমে | শেষ মেশ ২টো ম্যাঙ্গো জুস-এর প্যাকেট ঘুষ বাঁদরকে | ম্যাঙ্গো জুসের বদলে নবনীতের চশমা ফেরত আনে পুলিশ | বাঁদরের কাছ থেকে চশমা ফেরত পেয়ে হাফ ছাড়েন নবনীত