জেলাশাসকের চশমা কাড়ল বাঁদর, ম্যাঙ্গো জুসে মাল এল ফেরত
মথুরার জেলাশাসক নবনীত চাহাল, মোবাইল ফোনে কথা বলার সময় চশমা নিয়ে চলে যায় এক বাঁদর
মোবাইল ফোনে কথা বলছিলেন মথুরার জেলা শাসক | মথুরার জেলাশাসক নবনীত চাহাল, সেই সময় চশমা চুরি | এক বাঁদর নবনীতের চশমা নিয়ে চলে যায় | মথুরার বাঁকে বিহারী মন্দিরের সামনে এই ঘটনায় ভীড় জমে | শেষ মেশ ২টো ম্যাঙ্গো জুস-এর প্যাকেট ঘুষ বাঁদরকে | ম্যাঙ্গো জুসের বদলে নবনীতের চশমা ফেরত আনে পুলিশ | বাঁদরের কাছ থেকে চশমা ফেরত পেয়ে হাফ ছাড়েন নবনীত