পিকে -র দলকে উদ্ধার করতে ত্রিপুরার পথে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল

ত্রিপুরায় হোটেলে আটকে আই প্যাক টিম। ত্রিপুরায় তৃণমূলের হয়ে সমীক্ষা করতে গিয়েছে আই প্যাক। ২০২৩ সালে ত্রিপুরা ভোটকে পাখির চোখ করেছেন মমতা। শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসাবে মেলে ধরার চেষ্টা তৃণমূলের। আগরতলায় পা রাখতেই হোটেলবন্দি আই প্যাক টিম। করোনা অতিমারির কথা বলে আটকে রাখার অভিযোগ। আজ আগরতলায় ছুটল তৃণমূল প্রতিনিধি দল। এই দলে ব্রাত্য বসু ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন।

/ Updated: Jul 28 2021, 12:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ত্রিপুরায় হোটেলে আটকে আই প্যাক টিম। ত্রিপুরায় তৃণমূলের হয়ে সমীক্ষা করতে গিয়েছে আই প্যাক। ২০২৩ সালে ত্রিপুরা ভোটকে পাখির চোখ করেছেন মমতা। শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসাবে মেলে ধরার চেষ্টা তৃণমূলের। আগরতলায় পা রাখতেই হোটেলবন্দি আই প্যাক টিম। করোনা অতিমারির কথা বলে আটকে রাখার অভিযোগ। আজ আগরতলায় ছুটল তৃণমূল প্রতিনিধি দল। এই দলে ব্রাত্য বসু ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন।