UP Elections 2022: প্রার্থী হতে না পেরে কেঁদে ভাসালেন গীতা, হুমকি দিলেন অনশনের

দীর্ঘদিন ধরে কংগ্রেস করছেন গীতা রানি শর্মা। প্রার্থী তালিকায় তবুও নাম না থাকায় কেঁদে ভাসালেন তিনি। তিনি জানিয়েছেন তাঁর বাবাও কংগ্রেস কর্মী। কংগ্রেসের জন্য তিনি অনেক কাজ করেছেন। অনেক চেষ্টার পরও তাঁকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি।

Share this Video

হাতে আর মাত্র একটা মাস, উত্তরপ্রদেশে শুরু হতে চলেছে নির্বাচন। জোর কদমে চলছে এখন তার প্রস্তুতি। উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে প্রতিদিন, প্রতিনিয়ত নানান নতুন নতুন ঘটনা উঠে আসছে সামনে। আবারও উঠে এল তেমনই এক ঘটনা। প্রার্থীর টিকিট না পেয়ে কেঁদে ভাসালেন গীতা রানি শর্মা। দীর্ঘদিন ধরে কংগ্রেস করছেন গীতা রানি শর্মা। প্রার্থী তালিকায় তবুও নাম না থাকায় কেঁদে ভাসালেন তিনি। তিনি জানিয়েছেন তাঁর বাবাও কংগ্রেস কর্মী। কংগ্রেসের জন্য তিনি অনেক কাজ করেছেন। অনেক চেষ্টার পরও তাঁকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি। এমনটাই দাবি জানালেন গীতা রানি শর্মা। যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে না, দাবি গীতা-র। এই সব কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। একাই লড়াই করবেন বলেও সাফ জানিয়ে দেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অনশন করবেন বলেও জানান তিনি। 

Related Video