বিরোধি অনেক, ইভিএম নিয়ে লোকসভায় প্রথম ধর্ণা দিল তৃণমূলই, দেখুন ভিডিও

ইভিএম নয় চাই ব্যলট। এই দাবিতেই ধর্না লোকসভা চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি করল তৃণমূল সাংসদরা।

Share this Video

ইভিএম নয় চাই ব্যলট। এই দাবিতেই লোকসভা চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি করল তৃণমূল সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন আবার বলেন ইভিএম কারচুরপিই বিজেপির ভোটজয়েরর মূল অস্ত্র। এই কারণেই বিজেপি আগাম অনুমান করতে সক্ষম হয়েছিল। তৃণমূল এদিন সপ্তদশ লোকসভার প্রথম ধর্ণাটি করল। তাদের আশা, বাকি দলগুলি যারা ভোটের পরেই ইভিএম-এর বিরোধিতা করেছিল তাদেরও পাশে পাবে তৃণমূল। এদিন ধর্ণায় উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ বহু তৃণমূল সাংসদরা।

Related Video