জনবহুল রাস্তা দিয়ে হেঁঁটে যাচ্ছে কুমির, ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল নেট দুনিয়ায়

  • লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছে একটি আস্ত কুমির
  • খোশ মেজাজে ঘুরেও বেড়াচ্ছে কুমিরটি
  • কর্নাটকের একটি গ্রামে দেখা গেল এমনই ছবি
  • নদী থেকে কোনওভাবে লোকালয়ে চলে আসে কুমিরটি

Share this Video

ধরুণ রাস্তায় হাটতে বেড়িয়েছেন আপনি হঠাৎই সেই রাস্তাতেই আপনি একটি কুমিরকে দেখতে পেলেন হাটতে, কেমন লাগবে আপনার? ভাবছেন হয়ত তেমনটা আবার হয় নাকি। তবে তেমনটাই হয়েছে কর্নাটকের উত্তরা কন্নড় জেলার কোগিলাবান্না গ্রামে। সেখানকার রাস্তায় হেটে বেড়াতে দেখা গিয়েছে একটি আস্ত কুমিরকে। নদী থেকে কোনওভাবে লোকালয়ে চলে আসে কুমিরটি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। বন দফতরের কর্মীরা অবশ্য পরে তাকে উদ্ধার করে।

Related Video