বন্য চিতার খেলার সঙ্গী হল পর্যটকরা, প্রকাশ্যে আসতেই ভাইরাল ভিডিও

  • বন্য প্রাণীকে ভয় পায়না এমন মানুষ পাওয়া মুশকিল
  • এবার সেই বন্য প্রাণীকেই দেখা গেল এক অন্য ভূমিকায়
  • পর্যটকদের সঙ্গে খেলায় মেতেছে এক চিতা বাঘ
  • প্রকাশ্যে আসতেই ভাইরাল হল ভিডিও 

Share this Video

কথায় আছে 'বন্যরা বনে সুন্দর', এবার সেই বন্য প্রানীকেই দেখা গেল এক অন্য ভূমিকায়। একটি চিতা বাঘকে দেখা গেল একে বারে ঘরের পোষ্যের মতো আচরণ করতে। গায়ে উঠছে, ঝাঁপাচ্ছে একটি আস্ত চিতাবাঘ। তবে কারোর কোনও অনিষ্ট সে করছে না। হিমাচলের লোকালয়ে ভিডিও বন্দি হয় এই চিতার ভিডিও। আতঙ্কের মধ্যে জয় হল মানুষ ও বন্যের ভালোবাসার। নিশ্চিন্তে পর্যটকদের সঙ্গে ঘোরাফেরা করতেও দেখা গেল চিতাবাঘটিকে। ভাইরাল এই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তবে ভিডিও-টি কবে তোলা হয়েছে তা জানা যায়নি।

Related Video