'শ্রীলঙ্কা সঙ্কট ভারতের পক্ষে সামলানো কঠিন, চিনও বোকা নয়' এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন ভেনু রাজমণি
এশিয়ানেট নিউজ সম্বাদে মুখোমুখি ভেনু রাজামণি। শ্রীলঙ্কায় একটা সময় রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন রাজামণি। রাজামণি-র মতে 'শ্রীলঙ্কার সঙ্কটকে সামাল দেওয়ার ভারতের পক্ষে মুশকিল'। রাজামণি এই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন 'চিনও শ্রীলঙ্কায় সুযোগ খুঁজছে'। 'চিন এই পরিস্থিতির ফায়দা তুলতে তৎপর, তারা বোকা নয়', বললেন রাজামণি।
প্রাক্তন রাষ্ট্রদূত ভেনু রাজামণি এশিয়ানেট নিউজ নেটওয়ার্কের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন,'আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে সেখানে যাতে দ্রুত স্থিতিশীলতা আসে। সেখানে স্থিতিশীলতা আসবে বলেও আমি আশাবাদী। ভারত সরকার বলেছে যে আমরা শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়িয়েছি, কোনও বিশেষ রাজনৈতিক দল বা নেতা নয়। ভারতকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে কারণ যদি আমাদের সক্রিয় হিসাবে দেখা যায়। কে শাসন করবে, সেটা ঠিক করতে গিয়ে আমাদের ওপরই পাল্টা আঘাত হানবে। তারপর অন্য কেউ ক্ষমতায় এলে সবাই বলবে সে ভারতের প্রার্থী। অথবা ভারতের প্রার্থী যদি ক্ষমতায় না আসে, যে আসবে সে বলবে ভারত অন্য কাউকে বসানোর চেষ্টা করেছে, এবং এখন আমরা ভারতের সাথে বন্ধুত্ব করব না। সুতরাং আমাদের ঝুঁকি অনেক বেশি। তাই আমাদের খুব সতর্ক, এবং সংযত হওয়া দরকার। তাই আমরা বলছি যে সমাধানগুলি সেখান থেকেই হওয়া জরুরি।' শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থরতা ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছে বলে মনে করছেন রাজামণি। যা দেখে ভারতের অবশ্যই উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু এই অবস্থায় দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি মোকাবিলায় ভারতের অনেক সাবধানতা অবলম্বন করা জরুরি। তেমনই মনে করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত ভেনু রাজমানি। বর্তমানে কেরল সরকারে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তিনি। নেদারল্যান্ড ও বেশ কয়েকটি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব রয়েছে তাঁর ওপর। এশিয়ানেট নিউজ নেটওয়ার্ককে 'সংবাদ'-এর বিশেষ সংস্করণের সময় শ্রীলঙ্কা সহ একাধিক বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন তিনি।