একসময় ইউক্রেন ছিল রাশিয়ারই নিয়ন্ত্রণে, ইউক্রেনের ৮ অজানা কাহিনি

ইউক্রেন ইউরোপ মহাদেশের অন্যতম একটা সুন্দর দেশ। ইউক্রেন-এর নৈর্সগিক রূপ সকলের নজর টানে। ইউক্রেন ছিল আগে রাশিয়ার নিয়ন্ত্রণে। সোভিয়েত ইউনিয়নের পতনের আগে পর্যন্ত ছিল রাশিয়ার নিয়ন্ত্রণে।

Share this Video

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের দামাম বেজে গিয়েছে ইতিমধ্যেই (Russia Ukraine crisis)। ইউক্রেন ইউরোপ মহাদেশের অন্যতম একটা সুন্দর দেশ। ইউক্রেন-এর নৈর্সগিক রূপ সকলের নজর টানে। এই ইউক্রেন ছিল আগে রাশিয়ার নিয়ন্ত্রণে। সোভিয়েত ইউনিয়নের পতনের আগে পর্যন্ত এই দেশ ছিল রাশিয়ার নিয়ন্ত্রণে। সোভিয়েত ইউনিয়নের পতনের সূচনা হয় ইউক্রেনের হাত ধরেই। ইউরোপের সবচেয়ে বড় দেশ ইউক্রেন। ইউক্রেনের মোট আয়তন ৬০৩.৫৫ স্কোয়ার কিলোমিটার। তবে এই দেশে খুব অল্প সংখ্যক মানুষই থাকেন। এই দেশে মাত্র ৪ কোটি ৬০ লক্ষ মানুষের বাস। রাশিয়ান এবং ইউক্রেনিয়ান- দুই ভাষাই চলে ইউক্রেনে। বিশ্বের সবচেয় গভীর মেট্রো স্টেশন আরসেলানা এই ইউক্রেনেই। কিয়েভের ম্যাকডোনাল্ড বিশ্বের অন্যতম বেশি গ্রাহক টানা রেস্তোরাঁ। শিক্ষার হারে বিশ্বের চতুর্থ নম্বর দেশ হল ইউক্রেন। ইউরোপের সস্তার পর্যটনওয়ালা দেশের তালিকায় অন্যতম ইউক্রেন। মাউন্ড হোভারলা ইউক্রেনের সর্বোচ্চ পর্বতমালা, উচ্চতা ২০৬১ মিটার। ইউক্রেনের জাতীয় পোশাকের নাম ভিসিভাঙ্কা।

Related Video