ইউক্রেন থেকে আগতদের খাদ্য-বাসস্থান জোগাচ্ছে পোল্যান্ডের গুরুদ্বার

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছাড়তে মরিয়া সেখানকার মানুষ। ইউক্রেন থেকে আগতদের পাশে পোল্যান্ডের এক গুরুদ্বার। ইউক্রেন থেকে আগতদের খাদ্য-বাসস্থান জোগাচ্ছে এই গুরুদ্বার। একমাত্র এই একটি গুরিদ্বারই রয়েছে মধ্য ইউরোপে। এশিয়ানেটের মুখোমুখি গুরুদ্বারের প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। 
 

/ Updated: Mar 22 2022, 12:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছাড়তে মরিয়া সেখানকার মানুষ। ইউক্রেন থেকে আগতদের পাশে পোল্যান্ডের এক গুরুদ্বার। ইউক্রেন থেকে আগতদের খাদ্য-বাসস্থান জোগাচ্ছে এই গুরুদ্বার। একমাত্র এই একটি গুরিদ্বারই রয়েছে মধ্য ইউরোপে। এশিয়ানেটের মুখোমুখি গুরুদ্বারের প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এশিয়ানেটকে তিনি জানালেন এখনও সেখানে অনেকে রয়েছে। ইউক্রেন থেকে আগতদের মধ্যে অনেকেরই অবস্থা ভালো ছিল না। ইউক্রেন থেকে আগতদের পাশে দাঁড়িয়েছে 'হিন্দু ভবন'ও। হিন্দু ভবন এবং গুরুদ্বারে যৌথ উদ্যোগে মানুষের জন্য কাজ হচ্ছে সেখানে। ইউক্রেন আগত বহু মানুষই এখন সেখানে দিন কাটাচ্ছে। অনেকে এমনও রয়েছেন যাদের সব কিছুই ইউক্রেনে রেখে নিজের প্রাণটুকু বাঁচিয়ে সেখান থেকে চলে গিয়েছেন। এখন তাঁদের মধ্যে অনেকেই আবারও ইউক্রেনে ফিরে যেতে চাইছেন, তবে এখন তাঁরা শুধুই অবস্থা অপেক্ষায় দিন গুনছেন। পোল্যান্ডে অবস্থিত এই হিন্দু ভবন সেই সঙ্গেই গুরুদ্বারও। আশ্রয় দেওয়ার পাশাপাশি খাবারও জোগাচ্ছেন তারা। মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি এই সংস্থার সদস্যরাও।