ইউক্রেনে বাংলার স্বাগতা-অর্পণ, চিন্তায় ঘুম উড়েছে তাঁদের পরিবার

ইউক্রেনে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে স্বাগতা সাধুকা। গোবরডাঙার বেরগুমের বাসিন্দা স্বাগতা। ইউক্রেনে যুদ্ধের খবর আসতেই চিন্তায় তাঁর পরিবার। মেডিকেল পড়তেই ইউক্রেনে গিয়েছেন অর্পণ মণ্ডল। 

Share this Video

ইউক্রেনে সামরিক অভিযান শুরু রাশিয়া-র। ইউক্রেনে যুদ্ধ ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। ইউক্রেনের একাধিক শহরে বিস্ফোরণের খবর মিলেছে। ইউক্রেনে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে স্বাগতা সাধুকা। গোবরডাঙার বেরগুমের বাসিন্দা স্বাগতা। ইউক্রেনে যুদ্ধের খবর আসতেই চিন্তায় তাঁর পরিবার। মেডিকেল পড়তেই ইউক্রেনে গিয়েছেন অর্পণ মণ্ডল। বসিরহাটের বাসিন্দা অর্পণকে নিয়ে চান্তায় তাঁর পরিবার। দুতাবাসের মারফত ইতিমধ্যেই যোগাযোগ গিয়েছে তাঁর সঙ্গে। আপাতত অর্পণ তাঁদের ছাত্রাবাসেই রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু রাশিয়ার হামলার পর এয়ার ইন্ডিয়ার একটি বিমান সেখানে গিয়ে বাধ্য হয়ে কাউকে না নিয়ে ফিরে আসতে বাধ‍্য হয়েছে। যার জেরে আটকে গিয়েছে অর্পণের মতো অনেক ছাত্রছাত্রী। যার জেরে একপ্রকার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বসিরহাটের মন্ডল পরিবার। তারা জানাচ্ছেন তাদের সাথে তাদের সন্তানের সোশ্যাল মিডিয়া মারফত একাধিকবার যোগাযোগ করা সম্ভব হয়েছে। কিন্তু তারা চাইছেন ভারতীয় দূতাবাস যেন অবিলম্বে তার সন্তানসহ ভারতীয় সমস্ত পড়ুয়াকে যেন তাদের দেশে ফিরিয়ে আনে।

Related Video