Asianet News BanglaAsianet News Bangla

এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর, দেখে নিন এক নজরে

Nov 19, 2020, 1:47 PM IST

স্পুটনিক-৫ এর পর এবার করোনা টিকা নিয়ে এল আমেরিকান ওষুধ নির্মাতা সংস্থা ফাইজার। এই করোনা টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে জানিয়েছে এই সংস্থা। মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষার পর তারা বুধবার এই তথ্য প্রকাশ করে। গত কয়েক মাস ধরেই এই পরীক্ষা চলছিল বলে জানিয়েছে এই সংস্থা। আর সেই পরীক্ষারই ফল প্রকাশিত হয়েছে বুধবার। তবে ভারতে এই টিকা আসবেনা বলেই জানা গিয়েছে। করোনা কালে মাস্ক পরা বাধ্যতামূলক। অথচ তার পরেও বেশ কিছু মানুষ মাস্ক পরতে নারাজ। আর সেই সমস্ত মানুষকেই নগ্নবাদী বললেন বিল গেটস। তিনি এও জানিয়েছেন মাস্কই একমাত্র করোনা রোধের উপায়। যাদের এখনও করোনা হয়নি তারা যদি মাস্ক পরেন তবেই করোনা রোধ করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমনই এক ভয়াবহ তথ্য সামনে এল। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট অনুসারে বর্তমানে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১১.৫ মিলিয়ন। সেই সঙ্গেই সেখানে মৃতের সংখ্যা ২৫০,০২৯। বিশ্বের মধ্যে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, সেখানকার রিপোর্ট অনুসারে এমনই তথ্য উঠে এসেছে। আফগান সংঘাত চলাকালীন সময় অস্ট্রেলিয়ান বিশেষ বাহিনী অবৈধভাবে ৩৯ জনকে হত্যা করেছিল সেখানকার একটি প্রতিবেদন থেকে এমনই তথ্য সামনে এল। অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) চার বছরের তদন্ত থেকে একটি ফল প্রকাশ করেছে, যা থেকে এই তথ্য উঠে এসেছে। এই ঘটনায় ৩০০ জন সাক্ষীও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। চিন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কানাডা। তাদের অভিযোগ, এই সব দেশের সরকারের মদতে সাইবার দস্যুরা কানাডাকে নিশানা করেছে। কানাডার অভিযোগ, এই সব দেশ থেকে একাধিকবার তাদের সাইবার সিকিউরিটি-র উপরে আক্রমণ করা হচ্ছে এবং এই আক্রমণের সংখ্যাটা দিন দিন বাড়ছে। যদিও, এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি চিন, রাশিয়া, ইরান বা উত্তর কোরিয়া। 
 


 

Video Top Stories