Match prediction- সেরা ফেভারিট হয়েও পিছিয়ে হায়দরাবাদ, মুম্বই কি পারবে আধিপত্য ধরে রাখতে

  • আজ আইপিএে সানরাইজার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স
  • দুই দই তাদের প্রথম ৪টি ম্যাচে ২টিতে জয় পেয়েছে
  • শারজার মাঠে জিততে মরিয়া দুই তারকা খোচিত দলই
  • আরও একটি হাইস্কোরিং ম্য়াচ দেখার অপেক্ষায় সকলে

Share this Video

আজ সুপার সানডেতে আইপিএলে ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শারজায় রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার দ্বৈরথ। দুই দলই তাদের প্রথম চারটি ম্যাচে দুটিতে জয় পেয়েছে। আজ জিতে গ্রুপ টেবিলে আরও উপরে উঠতে মরিয়া দুই দল। প্রাথমিকভাবে দুই দললেই কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে। টুর্নামেন্টে লাগাতার ব্যাটে রানের খরা থাকার কারণে আজ মুম্বই দে কুইন্টন ডিককের বদলে খেলতে পারেন ক্রিস ললিন এছাড়া সম্পূর্ণ দল অপরিবর্তিত থাকতে চলেছে। ব্যাটসম্যানদের তালিকায় থাকছেন অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণা পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহু চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।

Related Video