উৎসবের মরসুমে আরও এক মর্মান্তিক খবর, রাস্তাতেই চিরনিদ্রায় গৃহবধূ
- বেপরোয়া বাসের গতি-তে আরও এক প্রাণের বলিদান
- উৎসবের মুরসুমে আরও এক মার্মান্তিক খবর
- বাইরে বেরিয়ে আর ঘরে ফেরা হল না তরুণী গৃহবধূর
- ঘাতক বাস পালিয়ে যায় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের
বেপরোয়া বাস। রাস্তায় আগে যাওয়ার প্রতিযোগিতা। যার ফল দ্বিগবিদিক জ্ঞান হারিয়ে বাস চালকের গতির রেস বাড়ানো। ফল যা হওয়ার তাই হল। অকালে ঝরে গেল একটি প্রাণ। স্বামীর সঙ্গে বাইকে করে বেরিয়ে প্রাণটাই খোয়ালেন তরুণী গৃহবধূ। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক বাস দুর্ঘটনা কাঁকুরগাছি-তে। প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার দুপুরে স্বামীর সঙ্গে বাইকে করে বেড়িয়েছিলেন এক তরুণী গৃহবধূ। কাঁকুরগাছি ক্রশিং-এর কাছে ট্রামলাইনে উপরে মোটরবাইকে ওই গৃহবধূর ওড়না আটকে যায়। এতে মোটরবাইক বেসামাল হয়ে যায়। এই সময়ই পিছন থেকে প্রবল বেগে একটি বাস ছুটে আসছিল। অন্য একটি বাসের সঙ্গে ওই বাসটি গতির রেষারেষি করছিল বলে অভিযোগ। ফলে মোটরবাইকের চালকের আসনে থাকা তরুণী গৃহবধূর স্বামী ব্যালান্স রাখতে পারেননি। তিনি মোটরবাইক নিয়ে ট্রামলাইনের উপরে পড়ে যান। পিছন থেকে ছুটে আসা দুরন্ত গতির বাসের চাকায় তরুণীর মাথায় প্রবল আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণী গৃহবধূর। গুরুতর জখম হন তরুণীর স্বামী। তাঁকে কাছের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ। তরুণী-র দেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালের মর্গে।