ভুল বুঝিয়ে সই, বিজেপি-তে যোগ-কে মিথ্যা আখ্যা মাধবীর

  • মাধবী চক্রবর্তী বিজেপি-তে যোগ দিয়েছেন এমন খবরে শোরগোল পড়েছিল
  • এই নিয়ে মঙ্গলবার থেকেই মাধবীর কাছে বেশকিছু ফোন যায় 
  • বুধবার প্রবীণ অভিনেত্রী একটি সাংবাদিক সম্মেলন ডাকেন 
  • সেখানেই বিজেপি যোগদানের খবর-কে মিথ্যা বলে দাবি করেন মাধবী 

Share this Video

 মাধবী চক্রবর্তী বিজেপি-তে নেই। তাঁকে ভুল বুঝিয়ে একটি কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন খোদ মাধবী। বুধবার তিনি একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন, সেখানেই তিনি এই দাবি করেন। মাধবী চক্রবর্তী বিজেপি-তে যোগ দিয়েছেন বলে মঙ্গলবার খবর রটে যায়। রাতে অনেকে ফোন করে মাধবীর কাছে এই খবরের সত্যতা জানতে চান। মাধবীর দাবি, তিনি এই খবরের বিন্দুবিসর্গ বুঝতে পারছিলেন না প্রথমে। বুধবার সাংবাদিকদের সামনে তিনি জানান, মিলন ভৌমিক নামে এক পরিচালক তাঁকে দিয়ে একটি কাগজে সই করান। সেই কাগজের একটি প্রতিলিপি ছেড়ে যান ওই পরিচালক। মাধবীর দাবি, ওই পরিচালক বলেছিলেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই তিনি সই করেছিলেন। 

Related Video