২৭ বছর পরে সিংহের বাচ্চা হল আলিপুর চিড়িয়াখানায়, দেখুন ভিডিও

  • আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিল ৩টি সিংহের বাচ্চা
  • ২৭ বছর পরে আলিপুর চিড়িয়াখানায় সিংহের জন্ম হল

| Updated : Jul 01 2019, 08:29 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিল ৩টি সিংহের বাচ্চা। ২৮ জুন রাত ৯টা ৬ মিনিটে, ১০.১২ মিনিটে ও ১০.২৪ মিনিটে জন্ম নেয় এই সিংহশাবকগুলি। ২৭ বছর পরে আলিপুর চিড়িয়াখানায় সিংহের জন্ম হল। শেষবার ১৯৯২-এ সিংহ শাবক জন্মের সাক্ষী ছিল আলিপুর চিড়িয়াখানা। এখন আলিপুরে সিংহের সংখ্যা দাঁড়াল ৫। সিংহ দম্পতি শ্রুতি ও বিশ্বাসের সিংহ শাবক হওয়াতে খুব খুশি আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ। প্রসঙ্গত দিন কয়েক আগেই চিড়িয়াখানায় নতুন অতিথি হয়ে এসেছে ৬ টি কৃষ্ণসার হরিণ (৩টি ছেলে, ৩টি মেয়ে)। এর সঙ্গে এসেছে দুটি সম্বর হরিণও। এদের সকলকে পাটনার চিড়িয়াখানা থেকে আনা হয়েছে।  সাদা বাঘটির বয়েস পাঁচ। সব মিলিয়ে দারুণ খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Related Video