২৭ বছর পরে সিংহের বাচ্চা হল আলিপুর চিড়িয়াখানায়, দেখুন ভিডিও
- আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিল ৩টি সিংহের বাচ্চা
- ২৭ বছর পরে আলিপুর চিড়িয়াখানায় সিংহের জন্ম হল
আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিল ৩টি সিংহের বাচ্চা। ২৮ জুন রাত ৯টা ৬ মিনিটে, ১০.১২ মিনিটে ও ১০.২৪ মিনিটে জন্ম নেয় এই সিংহশাবকগুলি। ২৭ বছর পরে আলিপুর চিড়িয়াখানায় সিংহের জন্ম হল। শেষবার ১৯৯২-এ সিংহ শাবক জন্মের সাক্ষী ছিল আলিপুর চিড়িয়াখানা। এখন আলিপুরে সিংহের সংখ্যা দাঁড়াল ৫। সিংহ দম্পতি শ্রুতি ও বিশ্বাসের সিংহ শাবক হওয়াতে খুব খুশি আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ। প্রসঙ্গত দিন কয়েক আগেই চিড়িয়াখানায় নতুন অতিথি হয়ে এসেছে ৬ টি কৃষ্ণসার হরিণ (৩টি ছেলে, ৩টি মেয়ে)। এর সঙ্গে এসেছে দুটি সম্বর হরিণও। এদের সকলকে পাটনার চিড়িয়াখানা থেকে আনা হয়েছে। সাদা বাঘটির বয়েস পাঁচ। সব মিলিয়ে দারুণ খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।