বেহালায় আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

বেহালায় আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটে পর্ণশ্রী কোন এলাকার বেহালা রয়েড পার্কে। বেদি ভাঙা নিয়ে এই অশান্তির সূত্রপাত। বেদি ভাঙার সময়ের একটি ভিডিও করেন আইএনটিইউসি নেতা। ঘটনার সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন তিনি। তার জেরেই ওই নেতার বাড়িতে হামলা চলে বলে অভিযোগ।

/ Updated: Jan 31 2022, 02:09 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বেহালায় আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটে পর্ণশ্রী কোন এলাকার বেহালা রয়েড পার্কে। বেদি ভাঙা নিয়ে এই অশান্তির সূত্রপাত। বেদি ভাঙার সময়ের একটি ভিডিও করেন আইএনটিইউসি নেতা। ঘটনার সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন তিনি। তার জেরেই ওই নেতার বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। কংগ্রেস নেতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা। প্রসঙ্গত, জাতীয় কংগ্রেস-এর ট্রেড ইউনিয়ন (intuc) এর নেতা গৌতম সাহার ওপর হামলার অভিযোগ। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী কোন এলাকার বেহালা রয়েড পার্কে। গৌতমবাবু সেই সময় নিজের বাড়িতেই ছিলেন। অভিযোগ, একদল দুষ্কৃতী যারা ১৩০নম্বর ওয়ার্ড-এর তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ। তাঁরা গৌতমবাবুর বাড়ির নীচে পার্ক করে রাখা গাড়ি ভাঙচুর চালায়। বাড়িতেও ঢোকার চেষ্টা করে, স্কুটি ভেঙে দেয়। পরে গাড়িটি দুষ্কৃতীরা পেট্রল দিয়ে জ্বালানোর চেষ্টা করলে গৌতমবাবুর স্ত্রী দীপা বাগড়ি সাহা বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।