উৎসবের নামে তোলাবাজি, ধৃত তৃণমূল নেতা
কলকাতায় যোধপুরে উৎসবের নামে তোলাবাজি। কাফে মালকিনের সাহসীকতায় গ্রেফতার অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম বিজয় দত্ত, ডাকসাইটে তৃণমূল নেতা। অভিযোগ, যোধপুর উৎসবের নামে চাঁদার জুলুমবাজি। কাফে মালকিনের কাছে কয়েক লক্ষ টাকা চাওয়া হয়। ১৬ তারিখ রাতে কাফে মালকিনের কাছে যান বিজয়।
কলকাতায় যোধপুরে উৎসবের নামে তোলাবাজি। কাফে মালকিনের সাহসীকতায় গ্রেফতার অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম বিজয় দত্ত, ডাকসাইটে তৃণমূল নেতা। অভিযোগ, যোধপুর উৎসবের নামে চাঁদার জুলুমবাজি। কাফে মালকিনের কাছে কয়েক লক্ষ টাকা চাওয়া হয়। ১৬ তারিখ রাতে কাফে মালকিনের কাছে যান বিজয়। কাফের মালকিন জানিয়ে দেন এই অর্থ দিতে পারবেন না। এর খানিক পরেই কাফের ঘিরে ফেল বিজয়ের দলবল। ঘটনার ভিডিও করায় কাফের মালকিনের হাত মুচড়ে দেওয়া হয়। ঘটনায় মহিলা কমিশনের চেয়াপার্সনের শরণাপন্ন হন নিগৃহীতা। লেক থানায় অভিযোগ দায়ের করায় বিজয়ের দলবলের হুমকি। অভিযোগ লেক থানা থেকে তাদের রাস্তা আটকানোর চেষ্টা হয়। পরে লেক থানার নিরাপত্তায় বাড়ি ফেরেন কাফের মালকিন। ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া ব্যবস্থা পুলিশ প্রশাসনের। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা অভিযুক্ত বিজয় দত্তকে। যোধপুর উৎসব স্থগিত বলে ঘোষণা করে দেয় আয়োজকরা। কড়া হাতে এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে, খবর তৃণমূল সূত্রে।