আনিস খান-এর খুনিদের শাস্তির দাবিতে এসএফআই-এর মিছিল

আনিস খান-এর খুনিদের শাস্তির দাবিতে এসএফআই-এর মিছিল। তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সিট, দাবি বিক্ষোভকারীদের। কলেজস্ট্রিট থেকে মৌলালী পর্যন্ত চলে এই মিছিল। দোষীরা ধরা না পড়া পর্যন্ত চলবে প্রতিবাদ, জানালেন বিক্ষোভকারীরা।

| Updated : Mar 09 2022, 08:50 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আনিস খান-এর খুনিদের শাস্তির দাবিতে এসএফআই-এর মিছিল। তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সিট, দাবি বিক্ষোভকারীদের। কলেজস্ট্রিট থেকে মৌলালী পর্যন্ত চলে এই মিছিল। দোষীরা ধরা না পড়া পর্যন্ত চলবে প্রতিবাদ, জানালেন বিক্ষোভকারীরা। শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, আনিস খান খুনরে ঘটনা ক্রমশ নতুন মোড় নিচ্ছে। কে বা কারা তাঁকে খুন করেছে তা এখনও জানা যয়নি। অথচ সিট গঠন করে আনিস খানের হত্যাকারীদের ১৫ দিনের মধ্যে সামনে আনার কথা ছিল। যা এখনও সম্ভব হয়নি। এই নিয়ে বিক্ষোভকারীরা এদিন বলেন, সরকার ফেল করেছে। তাই তাঁরা এই প্রতিবাদ চালিয়ে যাবে। অন্যদিকে, আনিস খানের দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি জানিয়েছেন অনেকেই। সেই প্রসঙ্গও তুলে আনতে শোনা যায় বিক্ষোভকারীদের। তবে তাঁরা এটাও জানান মানুষের অসুবিধা করে তাঁরা এই প্রতিবাদ করবেন না। মানুষের কথা এবং মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন বলে সাফ জানিয়েদেন। 

Related Video