গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত, গরুর গলায় মালা পরিয়ে অভিনব মিছিল কংগ্রেসের

গতকাল গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল, আজ কলকাতায় গরুর গলায় মালা পরিয়ে , অনুব্রতর কুশপুতুল পুরিয়ে অভিনব বিক্ষোভ মিছিল কংগ্রেসের | 
 

/ Updated: Aug 12 2022, 08:53 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গতকাল গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল | বিরোধী দল গুলি সব বিজয় মিছিলে সামিল হয় | এবার কংগ্রেস ও সামিল বিজয় মিছিলে | এদিন কলকাতার বিধান ভবন থেকে মিছিল করে মৌলালি মোড় পর্যন্ত যায়  কংগ্রেসের মিছিল | সেখানে তারা অনুব্রত মণ্ডলের কুশপুতুল দাহ করে | আর গরুর গলায় মালা পরিয়ে শ্লোগান তোলে তারা | তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় কংগ্রেস কর্মীরা | এছাড়াও নকুলদানা বিতরণ করে তারা সাধারন জনগণের মধ্যে | 

Read more Articles on