KMC election 2021: অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রায় অরূপ

কলকাতা পুরভোটের প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতা পুরভোট। ১৯  ডিসেম্বর কলকাতা পুরভোটের শেষবেলায় প্রচার তুঙ্গে। পুরভোটে ১০৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। 
 

Share this Video

কলকাতা পুরভোটের প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতা পুরভোট। ১৯ ডিসেম্বরের আগে আর মাত্র কটা দিন। কলকাতা পুরভোটের শেষবেলায় প্রচার তুঙ্গে বলাই বাহুল্য। কলকাতার রাস্তায় রাস্তায় চলছে ভোটের প্রচার। পুরভোটে ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর হয়েই প্রচার করতে দেখা গেল অরূপ বিশ্বাসকে। মন্ত্রী অরূপ বিশ্বাস ১০৯ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রচার চালান। বুধবার সকাল সকাল আদিবাসীদের নৃত্য অন্যমাত্রা সংযোজন করল এই প্রচারে। আদিবাসীদের সঙ্গে নাচও করতে দেখা যায় অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। ধামসা মাদলের সঙ্গেই চলে আদিবাসী নাচ। সেখানে ধামসা মাদল বাজাতে দেখা গেল মন্ত্রী অরূপ বিশ্বাসকে। সব মিলিয়ে পুরভোটের আগে কলকাতায় এখন সাজো সাজে রব। জোড় কদমে চলছে প্রস্তুতি।

Related Video