Cyclone Sitrang : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, প্রস্তুত রাজ্যের দমকল দফতর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, মোকাবিলার জন্য প্রস্তুত রাজ্যের দমকল দফতর বা অগ্নি নির্বাপন দফতর,  আজ সাংবাদিক বৈঠক করে জানালেন দমকল মন্ত্রী সুজিত বোস ।

Share this Video

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, মোকাবিলার জন্য প্রস্তুত রাজ্যের দমকল দফতর বা অগ্নি নির্বাপন দফতর, আজ সাংবাদিক বৈঠক করে জানালেন দমকল মন্ত্রী সুজিত বোস । যে সাইক্লোন আসার কথা রয়েছে ,তার জন্য ফায়ার সার্ভিস ও ইমারজেন্সি বিভাগ তৈরি আছে জানান সুজিত বোস, এছাড়াও দফতরের সমস্ত কর্মীদের সবার ছুটি বাতিল করা হয়েছে , ৪৬ টি টিম তৈরি করা হয়েছে সিত্রাং মোকাবিলায় । কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে , কন্ট্রোল রুম নম্বর -০৩৩-২২২৭৬৬৬৬/ ০৩৩-২২৫২১১৬৫/০৩৩ ২২৫২৬১৬৪ | 

Related Video