দিলীপ ঘোষের একান্ত সাক্ষাতকার, কেন বারবার তৃণমূলের নিশানা তিনিই, কী বললেন বিজেপির নেতা

শুক্রবার সকালেই লোকটাউনে 'চায়ে পে চর্চা' কর্মসূচি করতে গিয়ে আক্রান্ত হন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। প্রায় ২৫০ তৃণমূল কর্মী সমর্থক তাঁকে ঘিরে ধরে গোব্যাক স্লোগান দেন। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরও। তবে দিলীপ ঘোষের উপর আক্রমণ এই প্রথম নয়। এমনকী দার্জিলিং-এও তাঁর পিছু ছাড়েনি তৃণমূল। কিমন্তু বারবার তাঁর উপরেই নেমে আসছএ কেন আক্রমণ? এশিয়ানেট নিউজ বাংলাকে একান্ত সাক্ষাতকারে জানালেন বিজেপির রাজ্য সভাপতি।
   

 

/ Updated: Aug 31 2019, 09:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুক্রবার সকালেই লোকটাউনে 'চায়ে পে চর্চা' কর্মসূচি করতে গিয়ে আক্রান্ত হন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। প্রায় ২৫০ তৃণমূল কর্মী সমর্থক তাঁকে ঘিরে ধরে গোব্যাক স্লোগান দেন। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরও। তবে দিলীপ ঘোষের উপর আক্রমণ এই প্রথম নয়। এমনকী দার্জিলিং-এও তাঁর পিছু ছাড়েনি তৃণমূল। কিমন্তু বারবার তাঁর উপরেই নেমে আসছএ কেন আক্রমণ? এশিয়ানেট নিউজ বাংলাকে একান্ত সাক্ষাতকারে জানালেন বিজেপির রাজ্য সভাপতি।