নেতাজির দেখানো পথেই এগিয়ে চলেছেন মোদী, কলকাতা সফরে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী
Jan 24, 2021, 2:57 AM IST
নেতাজির ১২৫তম জন্ম দিবসে কলকাতায় মোদী। শনিবার দুপুরে কলকাতা পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে রেসকোর্স। রেসকোর্স থেকেই এলগ্রিন রোডে নেতাজি ভবনে। ঘুরে দেখেন নেতাজির সেই বিখ্যাত গাড়ি। সেখানে নেতাজিকে শ্রদ্ধার্ঘ অর্পণ প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষ করে ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছন তিনি। সেখান থেকে চলে যান ভিক্টোরিয়ায়। আজাদ-হিন্দ ফৌজের সেনানিদের সম্বর্ধনা দেন সেখানে। নেতাজির নামে ডাক টিকিটেরও উদ্বোধন করেন তিনি। তুলে ধরেন নেতাজির দর্শনও। নেতাজির দেখানো পথেই এগিয়ে চলেছেন মোদী। কলকাতা সফরে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী।