কলকাতায় বিজেপি -র রোড শো -তে হামলা, চলল গাড়ি ভাঙচুর-ইট বৃ্ষ্টি
- কলকাতায় বিজেপির মিছিল
- সেই মিছিল ঘিরেই উত্তপ্ত কলকাতা
- বিজেপির মিছিলের ওপর হামলা
- পাল্টা হামলা চালায় বিজেপি
- বাইক ভাঙচুরও চলে সেখানে
- চলে মিছিল লক্ষ্য করে ইট বৃষ্টি
বিধানসভা ভোটের আগে উত্তপ্ত রাজনৈতিক মহল। রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। এবার তারই প্রভাব কলকাতায়। কলকাতায় শুভেন্দু-দিলীপের রোড-শো-তে চলল হামলা। পাল্টা হামলা চালায় বিজেপি। বেধে যায় খন্ড যুদ্ধ। দক্ষিণ কলকাতায় মমতার গড়ে শুভেন্দুর রোডশো। রোড-শো-তে ছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। চারু মার্কেটে রোড-শো-তে হামলা করে কিছু মানুষ। আক্রমণকারীদের হাতে তৃণমূলের পতাকা ছিল। রোড-শো লক্ষ্য করে ইট ছোঁড়ে আক্রমণকারীরা। আক্রমণকারীদের তাড়া করে বিজেপি সমর্থকরা। বিজেপি সমর্থকদের রোষে ভাঙচুর একাধিক বাইক-গাড়ি। পুলিশ এসে অনেক কষ্ঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছে অরূপ বিশ্বাস বিজেপি-কেই দায়ী করেন। স্থানীয় এক মসজিদে হামলা হয় বলে অভিযোগ অরূপের। তৃণমূল কংগ্রেসের দাবি উড়িয়েছে বিজেপি। বিজেপি-র অভিযোগে পাথরের আঘাতে অনেকে জখম হয়। আঘাতপ্রাপ্তরা সকলেই বিজেপি-র রোডশো সামিল হয়েছিল। সাজানো ঘটনা বলে দাবি তৃণমূল বিধায়ক তাপস রায়ের।