বাগুইআটি সাবওয়েতে ফাটল, আতঙ্কে পথচারীরা
ফাটল দেখা দিয়েছে বাগুইআটি সাবওয়েতে। বেশ কয়েকদিন ধরেই জল লিক করে পরছে সাবওয়ের মধ্যে। এই ফাটল আতঙ্ক তৈরি করেছে পথচারীদের মধ্যে।
ফাটল দেখা দিয়েছে বাগুইআটি সাবওয়েতে। বেশ কয়েকদিন ধরেই জল লিক করে পরছে সাবওয়ের মধ্যে। এই ফাটল আতঙ্ক তৈরি করেছে পথচারীদের মধ্যে। ভিআইপি রোডে দ্রুত গতিতে যান চলাচল করে, ফলে বেশিরভাগ পথাচারীই রাস্তা পারাপার করার জবন্য সাবওয়ে ব্যবহার করে থাকেন। সাবওয়েটিতে ফাটল দেখা দেওয়য়া যেকোন মুহুর্তে বড়সড় বিপদের আশঙ্কা করছেন পথচারীরা। এরজন্য প্রশাসনকেই দায়ি করছেন স্থানীয়পা। এবিষয়ে কেএমডিএর দ্বারস্থ হয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ তাঁদের।