বন্ধন ব্যাঙ্কে কর্মী ছাঁটাই, থালা হাতে বিক্ষোভে নামলেন কর্মীরা
ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলনে নামেলন বন্ধন ব্যাঙ্কের ঠিকা শ্রমিকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ অনৈতিক ভাবে ঠিকা শ্রমিকদের ছাঁটাই করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলনে নামেলন বন্ধন ব্যাঙ্কের ঠিকা শ্রমিকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ অনৈতিক ভাবে ঠিকা শ্রমিকদের ছাঁটাই করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ছাঁটাই হওয়া শ্রমিকরা শ্রমদফতরে অভিযোগ করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের পরবর্তী নিযোগে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কাউকেই সেই সুযোগ দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদেই হাতে পোস্টার ও থানা নিয়ে বিক্ষোভে সামিল হন ছাঁটাই হওয়া কর্মীরা। যদিও এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।