ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই মা সেজে ওঠেন, বেলঘরিয়ার অমর পালের গ্যারেজে
- পেটের টানে পড়াশুনোর পাঠ চুকিয়ে বাইক সারাইয়ের কাজ শেখা শুরু করেন
- শিল্পীসত্ত্বাটাও চাপা পড়ে যায়, গ্যারেজের ধুলো-কালি-ময়লার নিচে
- গ্যারেজের ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে একদিন তৈরি করে ফেললেন দুর্গা প্রতিমা
- বিশ্বকর্মা পুজোর সঙ্গেই সেরে ফেলা হয় দূর্গাপুজোও
অমর পাল, পেশায় মোটর মেকানিক। গ্যারেজের কাজে রুজি রোজগার আর টিকে থাকার লড়াইয়ের ফলে নিজের ভিতরে লুকিয়ে থাকা শিল্পীসত্ত্বাটা চাপা পড়ে যায়। হঠাৎ করেই একদিন গ্যারেজের ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তিনি তৈরি করে ফেলেন দুর্গা প্রতিমা, তখন তা নজর কাড়ে সকলের। আজ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং পত্র-পত্রিকার দৌলতে অমর পাল-কে চেনেন অনেকেই। বেলঘরিয়ার নন্দননগর এলাকার, আমতলার ছোট্ট গ্যারেজ পেরিয়ে এখন তাঁর কথা জানেন বরানগর, কামারহাটি এলাকার অগনিত মানুষ। সারা বছর যাঁর বাড়িতে বাইক সাড়াতে ভিড় করেন এলাকার লোকজন, পুজোর সময়ে তাঁর বাড়িতেই ভিড় করেন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য মানুষ।