Lakshmi Bhandar: নতুন বছরের আগে লক্ষ্মী ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার

বুধবারই গোয়া থেকে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরেই ফুলবাগানের জনসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলবাগানের জনসভার মঞ্চে দাঁড়িয়েই বড় ঘোষণা মমতার। ১০ জানুয়ারি থেকে ফের লক্ষ্মীভান্ডারের জন্য আবেদন করা যাবে, বুধবার এমনটাই ঘোষণা করলেন।

/ Updated: Dec 15 2021, 06:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবারই গোয়া থেকে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরেই ফুলবাগানের জনসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলবাগানের জনসভার মঞ্চে দাঁড়িয়েই বড় ঘোষণা মমতার। ১০ জানুয়ারি থেকে ফের লক্ষ্মীভান্ডারের জন্য আবেদন করা যাবে, বুধবার এমনটাই ঘোষণা করলেন। বড় দিনের আগে বড় খবর শোনালেন মমতা। ১০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার। দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েই লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করা যাবে বলে জানালেন মমতা। পাশাপাশি তিনি এদিন এও জানান এখনও ৮৫ হাজার আবেদন রয়েছে বলেও তিনি জানান। এদিন সভার মঞ্চ থেকে মমতা বলেন, যা যা কথা দিয়েছিলাম সব কথা আমি রেখেছি। প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতা পুরসভার ভোট তার আগেই বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন তিনি সাধারণ মানুষকে পাশে থাকার বার্তাও দেন। সেই সঙ্গেই করোনা আবহে মাস্ক পরার বার্তাও দেন তিনি। বক্তব্যের শেষে সকলকে বড়দিন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান।