'২৪ মার্চ আমি নিজে যাব রামপুরহাটে', জানালেন মমতা

২৪ মার্চ রামপুরহাটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জানালেন মমতা। 'রামপুর হাটে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক'। 'রামপুরহাটের ঘটনায় দোষীরা ছাড়া পাবেনা', বললেন মমতা। 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রামপুরহাটে ফোন করেছি'। 'সঙ্গে সঙ্গে আমরা ওসি-কে ক্লোজ করেছি'।

/ Updated: Mar 23 2022, 04:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২৪ মার্চ রামপুরহাটে (Rampurhat) যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জানালেন মমতা। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবা ভাতা প্রদানের শুভ সূচনা অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রামপুরহাট-এর ঘটনা দুর্ভাগ্যজনক। রামপুরহাটের ঘটনায় কড়া ব্যবস্থা নেবে সরকার, জানালেন মমতা। এছাড়াও বীরভূমের ঘটনার তীব্র নিন্দা করেন মমতা। মমতা বলেন, 'দোষীরা কেউ ছাড় পাবে না। খবর পেয়ে আমি ফিরহাদ হাকিমকে পাঠিয়েছি, জানালেন মমতা। 'ঘটনা ঘটার পর অ্যাকশন নেওয়া হচ্ছে। অ্যাকশন নিতে আমরা কোন কালার দেখি না। আমরা সবাইকে সব জায়গায় যেতে দি। কিছু দল ল্যাংচা  খেতে খেতে বীরভূমে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ বীরভূমে যাব ভেবেছিলাম তাই যাইনি। কাল আমি রামপুরহাট যাব। হাঁচলে কাশলে এখানে দেখছি আদালতে চলে যাচ্ছে।' নাম না করেই বিজেপিকে (BJP) তীব্র ভাষায় কটাক্ষ মমতার। তবে ঘটনায় দোষীরা শাস্তি পাবে, সাফ জানালেন মমতা।