KMC Election 2021: শুভেন্দু-র বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে বিজেপি-পুলিশের বচসা

বিজেপির কর্মীদের সঙ্গে বৈঠক ছিল শুভেন্দু অধিকারীর। বৈঠক চলাকালীন শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও। বাড়ি ঘেরাও-এর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিধাননগর থানার পুলিশ বাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ।

/ Updated: Dec 19 2021, 07:09 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবার সকাল থেকেই পুরভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার একাধিক জায়গা। পুরভোটকে কেন্দ্র করেই উত্তেজনার মাঝেই শুভেন্দুর বাড়ি ঘেরাও করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রবিবার বিজেপির কর্মীদের সঙ্গে বৈঠক ছিল শুভেন্দু অধিকারীর। বৈঠক চলাকালীন শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করার অভিযোগ। বাড়ি ঘেরাও-এর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিধাননগর থানার পুলিশ বাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপির। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বাঁধে বচসা। জয়প্রকাশ মজুমদারের দাবি তাঁদের গৃহবন্দি করে রাখা হয় সেখানে। একদিকে যখন পুরভোট চলছে তখনই শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে থাকতে দেখা যায় পুলিশকে। জানা গিয়েছে সেই সময় বিজেপির নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন তিনি। এরপরেই পুলিশের বাড়ি ঘিরে থাকাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের বচসায় জড়ান জয়প্রকাশ মজুমদার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অর্জুন সিংও।