অশুভ শক্তির বিনাশ চেয়ে রথ টানলেন মুকুল, দেখুন ভিডিও
- বাংলায় অশুভ শক্তি রয়েছে, আমি চাই তার বিনাশ হোক।
- এই ভাষাতেই রথের দিনে তৃণমূলকে বিঁধলেন মুকুল রায়।
বাংলায় অশুভ শক্তি রয়েছে, আমি চাই তার বিনাশ হোক। এই ভাষাতেই রথের দিনে তৃণমূলকে বিঁধলেন মুকুল রায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইস্কনে রথের শুভ সূচনা করছেন, তখনই মহত্মা গান্ধী রোডে রামমন্দিরের কাছে শিল্পী সংসদ আয়োজিত রথযাত্রায় সামিল হলেন মুকুল রায়। রাজনৈতিক মহল মনে করছে, রথের মত উৎসবকে জনসংযোগের কাজে ব্যবহার করছেন বিজেপি সংগঠক মুকুল রায়।