সংকল্প যাত্রায় উৎখাতের ডাক সব্যসাচীর, মিছিল ঘিরে মানুষের ঢল

প্রায় হাজার দুয়েক সমর্থক নিয়ে নিউটাউনে সংকল্প যাত্রা করলেন রাজারহাট-নিউটাউন এর বিধায়ক তথা বিজেপি নেতা সব্যসাচী দত্ত। বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম নিউটাউনে মিছিল করলেন তিনি। এই মিছিল থেকে সব্যসাচী দত্ত তার শক্তি প্রদর্শন করল বলেই মত রাজনৈতিক মহলের।

/ Updated: Oct 19 2019, 07:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


প্রায় হাজার দুয়েক সমর্থক নিয়ে নিউটাউনে সংকল্প যাত্রা করলেন রাজারহাট-নিউটাউন এর বিধায়ক তথা বিজেপি নেতা সব্যসাচী দত্ত। বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম নিউটাউনে মিছিল করলেন তিনি। এই মিছিল থেকে সব্যসাচী দত্ত তার শক্তি প্রদর্শন করল বলেই মত রাজনৈতিক মহলের। এদিন একেবারে নির্বাচনী প্রচারের স্টাইলে মিছিল করেন সব্যসাচী। পরে তিনি বলেন, আমার সঙ্গে যারা মিছিলে অংশ নিয়েছেন,তারা সব নিউটাউনের ভোটার। তারা ভোট দিলেই কি হবে একবার বুঝে নিন। আজ বিকেলে নিউটাউনের ঢালি পাড়া থেকে মিছিল শুরু হয়। ব্যঞ্জ বাজিয়ে প্রায় হাজার দুয়েক সমর্থক নিয়ে মিছিল শুরু করেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি যোগদানকারী এই নেতা।