ফের দিলীপের নিশানার রাজ্য সরকার, দেখুন ভিডিও

  • টালা ব্রিজ ভেঙে ফেলা হবে
  • নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত
  • এই ইস্যুতে রাজ্য সরকার আক্রমণ করলেন দিলীপ ঘোষ
  • কলকাতার যোগাযোগ ব্যবস্থা কী হবে, প্রশ্ন বিজেপি-এর রাজ্য সভাপতির
/ Updated: Nov 01 2019, 08:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


'ব্রিজ ভাঙার রেকর্ড করে ফেলেছে। শহরের ব্রিজগুলি যে বেহাল হয়ে পড়েছে, তা বুঝতেই তো সরকারের আট-নয় বছর  লেগে গেল।' ফের রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, 'টালা ব্রিজ যদি ভেঙে ফেলা হয়, তাহলে কলকাতার যোগাযোগ ব্যবস্থার কী হবে? ইতিমধ্যেই টালা ব্রিজের ভগ্নদশার কারণে বেশ কয়েকটি রুটের বাস বন্ধ হয়ে গিয়েছে। বাস পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা কাজ হারিয়েছেন।'  গত বছরের সেপ্টেম্বরে ভেঙে পড়ে দক্ষিণ কলকাতার মাঝেরহাটে সেতুর একাংশ। এখনও মাঝেরহাটে নতুন সেতুর তৈরি কাজ শেষ হয়নি। এরইমধ্যে উত্তর কলকাতার টালা ব্রিজে সমস্যা দেখা দিয়েছে। ওই সেতু দিয়ে ইতিমধ্যেই বাস-সহ ভারী গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।  শুক্রবার টালা ব্রিজটি ভেঙে ফেলে ফের নতুন করে ব্রিজ তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার।  বস্তত, বছর তিনেক আগে পোস্তায় ভেঙে পড়েছিল নির্মীয়মাণ উড়ালপুলটিও।